Tuesday, February 20, 2018

[ HOT POST ] আপনার কোন গান, ভিডিও,এপস, ছবি, বন্ধু হাতিয়ে নিলেও তা দেখতে পারবে না , দেখতে গেলেই দরকার আপনাকে!

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন,
আশা করি খুব ভাল আছেন এবং
আগামি তে যেন সব সময় ভালো
থাকেন এই কামনা রইলো। এবং
আমার জন্য দোয়া করবেন…….
আমরা জানি আমাদের কোন
জরুরি এপস, ছবি, ভিডিও, আমা
সংরক্ষন করে থাকি
মোবাইলে,
কিনতু সেই গুরুত্ব পুর্ন ছবি,
গান, এপস, ভিডিও, অনেক সময়
বন্ধুরা হাতিয়ে তার
মোবাইলে নিয়ে যায় এবয় তা
যদি আপনার জরুরি ইনফরমেসন
হয় তা হলে তো কোন কথাই
নাই, ব্লেক মেইল করা যাবে
আপনাকে,
আজকের টিওনে আপনাদের
দেখাবো কিভাবে এই সব
অন্যর মোবাইলে গেলেও সে
কোন কিছু দেখতে পারবে না।
মানে, সে যদি আপনার ছবি,
গুলো দেখতে চায় তাহলে ছবি
অপেন করতে হবে, আর যদি
অপেন করতে হয় তা হলে
লাগবে আপনার দেওয়া
পাসওয়াড!
আমরা জানি আমি যদি
কাউকে কোন পেইড গেম
সেয়ারইট দিয়ে দেই তাহলে
সে আবার যত জনকে গেমটি
দিবে তত জন এই এপটা ফ্রিতে
ব্যাবহার করতে পারবে,
ঠিক একই ভাবে আপনার জরুরি
বা লুকানো কোন ভিডিও এই
ভাবে ভাইরাল হতে পারে
তো চলুন দেখি কিভাবে এর
থেকে মুক্তি নেওয়া যায়,
তো চলুন সুরু করি,
আর এজন্য আপনার দরকার শুধু
{ ES File Explorer }
এবার ES File Explorer অপেন
করুন।
আপনার যেই file টা কাউকে
সেয়ার করলেও সে use করতে
পারবে না, বা আপনার সেই
গুরুত্তপুর্ন সেই টা সিলক্ট করুন
সেটা গান হক,ছবি হক,ভিডিও
হক, বা কোন গেমস্ হক,
কোনায় তিনটা ডট আসে
সেটাতে ক্লিক করুন,
মানে more এ ক্লিক করুন,
এবার দেখেন Compress নামে
একটা অপশন আছে সেটাতে
ক্লিক করুন,
১ নাম্বার টাতে zip সিলক্ট
করেন
২ নাম্বার টাতে Standard
করে দিন।
৩ নাম্বার টাতে আপনার
password দিন,
মানে এই ফাইলটা যেই
আপনার কাছথেকে নেক না
কেন আপটি use করতে আপনার
password লাগবেই নয়তো
এপটি use করতে পাড়বে না।
তো সেই password টা
দিবেন।
এবাড় ok তে ক্লিক করুন,
এবার দেখেন এটা ফুল লোডিং
হবে wait করুন,
হয়ে গেসে এবার ok তে ক্লিক
করুন
এবার বেক বাটন প্রেস করে
আগের জায়গাতে যান এবং
দেখুন আপনার নতুন একটা zip
ফাইল অপেন হইসে সেটাতে
ক্লিক করুন।
এবার কাউকে এপটা শেয়ার
করতে হলে এই zip ফাইলটা
শেয়ার করবেন, আর এটা ইনস্টল
করতে আপনার pass লাগবে,
এখন এই ফাইলটা চুরেরা চুরি
করলেও কিসু করতে পারবো
না!
আর পাসওয়াড না জানলে তো
চুরে আপনার মোবাইল থেকে
কিছু আর চুরি করবে না,
তো!
এইবার আপনার সঠিক
password টা দেন
এবার দেখেন লোড হবে wait
করুন
এইবার এপটি use করতে
পাড়বেন















Opera mini অনেক দিন ধরে Cookies
clear না করলে অনেক File তৈরি হয়
যেগুলো অকার্যকর। এগুলো আপনার
ফোন এর Memory এবং Opera তে
জমা হয়। এগুলো ডিলিট করতে হবে
এবং opera mini cookies clear করতে
হবে। পাশাপাশি এন্টিভাইরাসও
ব্যাবহার করতে পারেন। অবশ্যই মনে
রাখবেন- আপনি যদি অপেরা মিনি
দিয়ে খুব বেশি ব্রাউজ করেন তবে
মাসে অন্তত একবার অবশ্যই opera
mini এর cookies clear করবেন এবং
পারলে memory তে থাকা opera
folder এর অপ্রয়োজনীয় file ডিলিট
করবেন। এই ছোট কাজের মাধ্যমে
opera এর গতি অনেকটা বাড়ানো
সম্ভব।

Android ১২ টি সমস্যা সম্পর্কে জেনে নিন

১. অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো, একে
নিজের ইচ্ছেমতো সাজাতে পারবেন। এ ছাড়া অসংখ্য
অ্যাপের ব্যবহারে ব্যাপক সুবিধা ভোগ করা যায়। আবার
লঞ্চার ব্যবহারের মাধ্যমে মোবাইলের অ্যাপগুলোকে
সাজিয়ে রাখতে পারবেন।
২. গুগলের পুরো সুবিধা মিলবে কেবলমাত্র
অ্যান্ড্রয়েডে। জিমেইল, ক্যালেন্ডার, ফটোস এবং
অন্যান্য দারুণ কিছু অ্যাপ পাবেন। আরো আছে গুগলের
ভয়েস অ্যাসিস্টেন্ট। এ ছাড়া সর্বসাম্প্রতিক সংস্করণ
মার্শমেলোতে গুগল নাউ নামের লঞ্চার দেওয়া হয়েছে।
এ ছাড়া মার্শমেলোর সঙ্গে গুগল সার্চ অপশন পাবেন।
সেখান থেকে যখন তখন সার্চ দেওয়া সম্ভব।
৩. অ্যাপগুলোর সঙ্গে আপনি কি শেয়ার করছেন তা
সহজে জানা যায়। সেটিং মেনুতে গিয়ে অ্যাপ্লিকেশন
ম্যানেজারে গিয়ে নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে
‘পারমিশন’-এর তালিকা পাবেন। নতুন অ্যান্ড্রয়েড
সংস্করণে পারমিশনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে
পাবেন আপনি।
৪.আরেকটি মজার বিষয় হলো, বিভিন্ন অ্যাপের বিশেষ
কিছু ফাংশন অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করতে
পারবেন। যে ব্রাউজার ভালো লাগে বা যে পিডিএফ
রিডারটি পছন্দ তা এমনিতেই চলে আসবে। ফোনটি
আপনাকে ডিফল্ট অ্যাপ সেটআপ করে নিতে বলবে। করে
নিলেও পরে সেটিংস থেকে ‘ক্লিয়ার ডিফল্টস’ করে
নিতে পারবেন।
৫. মোবাইলের ডেটা ব্যবহার পর্যবেক্ষণ করতে পারবেন।
সেটিংস মেনুতে ডেটা ইউজেস নামে অপশন পাবেন।
অ্যান্ড্রয়েডে আছে বিল্ট-ইন ডেটা ট্র্যাকার।
৬. অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে নিষ্ক্রিয় করে দিতে
পারবেন। অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহার করা হয় না।
এদের কিছু আবার মুছেও ফেলা যায় না। তবে এদের
ডিসঅ্যাবল করা যায়।
৭. ব্যাটারির শক্তি আধুনিক স্মার্টফোনের বড় সমস্যা।
তবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারির শক্তি বাঁচানোর
মোড দেওয়া হয়েছে।
৮. যেকোনো বিষয়কে আরো উন্নততর ও দ্রুত ব্যবহার
করতে নিজেই একজন ডেভেলপার হয়ে উঠতে পারেন।
সেটিংসয়-এ ‘অ্যাবাউট দিস ফোন’ অপশন থেকে
ডেভেলপার হয়ে যেতে পারেন। সেখানে পাবেন বিল্ড
নম্বর। সেখানে আই অ্যাম কমপ্লিটলি সিরিয়াস
অ্যাবাউট দিস অংশে সাত বার চাপ দিলেই ডেভেলপার
বনে যাবেন।
৯. সেটিংস-এ যেতে পারবেন খুব দ্রুত। নোটিফিকেশন
মেনু থেকে দ্রুত সেটিংস পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড
সংস্করণে কুইক সেটিংস মেনু পাবেন অনয়াসে।
১০. একযোগে একাধিক কাজ করতে পারবেন। একসঙ্গে
দুটো অ্যাপ্লিকেশন চলবে এতে। সম্প্রতি যে অ্যাপগুলো
নিয়ে কাজ করেছেন তা একটি হোম বাটনে থাকে।
সেখানে চাপ দিয়ে ধরে রাখুন। বিচ্ছিন্ন স্ক্রিন
আকারে অ্যাপগুলো চলে আসবে। সেখান থেকে বাছাই
করে নিতে পারবেন।
১১. গেসচার সার্চ একটি দারুণ পদ্ধতি। আঙুলের
আঁকিবুকিতে নানা কমান্ড দিতে পারবেন। আপনি
স্মার্টফোনে প্রায় সবাই খুঁজে পাবেন। শুধু নির্দিষ্ট
নির্দেশের জন্যে গেসচার ঠিক করে নিন।
১২. দ্রুত ক্যামেরায় ঢুকতে পারবেন। অনেক মডেলের
স্মার্টফোনে আঙুলের এক স্পর্শেই ক্যামেরা চালু
অবস্থায় পাওয়া সম্ভব। এ ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসের
লক স্ক্রিনেই ক্যামেরার শর্টকাট রয়েছে।

এন্ড্রয়েড প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য মিস কইরেনা

কেমন আছেন সবাই আমারা এখন
প্রাই সবাই এন্ড্রয়েড চালাই কিন্তু
সমস্যা হল মাঝে মাঝে লক ভুলে যাই
বা কেউ শয়তানি করে দিয়ে দেয়
আপনি ও কি প্যটার্ন লক ভূলে
যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস
করতে সমস্যা হচ্ছে?
আপনার
জন্যে ২টি সমাধান সমাধান-
১ : এ কাজের জন্যে
অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন
এক্টিভেটেড থাকতে হবে
*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত ৫বার
ইনপুট করুণ। এরপর একটি
অপশন আসবে, “Forgot Pattern”?
এটাতে ট্যাপ করুণ।
*ট্যাপ করার পর আপনার গুগল
একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি
এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক
মতো ইনপুট করুণ।
*সফলভাবে জি-মেইল আই.ডিতে
লগইন করাশেষে আপনাকে নতুন
প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন
প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে
অবশ্যই সহজে মনে থাকে এমন
কোন প্যাটার্ণ ড্র করুণ।
সমাধান-২: ইন্টারনেট কাণেকশন
প্রয়োজন নেই বার বার ভুল
প্যাটার্ণ ড্র করার ফলে অনেক
সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের
কারণেও ডিভাইস লকড হয়ে যেতে
পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী
রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে
না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর
করতে হয়। জেনে নিন কিভাবে
সিষ্টেম হার্ড রিসেট করবেন
*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে
আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ
মজুত আছে, যাতে প্রসেসটি
চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার
সময় Volume up & Down+power
button একসাথে প্রেস করে সেট
অন করুণ। এটা আপনাকে রিকোভারী
মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে
যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন
কোম্পানীর সেটে আরো কিছু
কম্বিনেশন কাজ
করতে পারে সেগুলো হলো
১। Volume
Down + Volume Up +
Power button.
২। Volume Down + Power button.
৩। Volume Up + Power button.
৪। Volume Up + Home + Power
button.
৫। Volume Up + Camera button.
৬। Home + Camera button.
৭। Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন
একটি কম্বিনেশন কাজ করবেই
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার
পর রিকোভারী মুড এ যাবেন
* “Wipe Data / Factory Reset”
সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম
আপ ডাউন কি দিয়ে সিলেকশনের
কাজ করতে হবে।
*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য
থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে
পাওয়ার বাটন/হোম বাটন কাজ
করতে পারে
*সবশেষে সেট রিবুট করুণ, এবং
কিছুক্ষন অপেক্ষা করুণ। এ
সম্পর্কিত লেখা আগে কেউ লিখে
থাকতে পারেন, তবুও লিখলাম কারন
সবাই জানে না।
ভালো লাগলে আমার সাইট থেকে একবার গুরে আসবেন।
My Site https://androiddipu.blogspot.com/

Phone Flash (Normal Tips)

আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা
সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল
আছেন এবং আগামি তে যেন সব সময়
ভালো থাকেন https://androiddipu.blogspot.com/ পক্ষ
থেকে এই কামনা রইলো।
নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক
করতে পারে।। তখন স্টক রম ফ্ল্যাশ করতে
হয়।আর ফ্লাস করতে গেলে ২০০ অথবা ৩০০
টাকা লাগে। আর যাতে এই টাকাটা খরচ না
হয় সেজন্যই আজকের আমার এই টিউন।
অর্থাৎ নিজেই নিজের মোবাইল ফ্লাস দিন
আর টাকা বাচান। চলুন তাহলে শুরু করি.যা
যা লাগবেঃ
১. SP Flash Tool
২. আপনার মোবাইলের ড্রাইভার যেভাবে
স্টক রম ফ্ল্যাশ করবেনঃ
১. প্রথমে USB Driver ইন্সটল করে
নিন।।
২. স্টক রমটি এক্সট্রাক করে নিন।।
৩. SP Flash Tool ডাউনলোড করুন ৪.
SP Flash Tool ফোল্ডারের থেকে sp
tool.exe ওপেন করুন।
৫. Scatter-loading এ ক্লিক করে
scatter_emmc.text ফাইলটি সিলেক্ট
৬. এবার দেখুন sp tool এর
নিচে সব গুলো option টিক
দেওয়া আছে কি না। না
থাকলে সব গুলো option টিক দিয়ে দিন
৭. এখন Download এ ক্লিক করুন
৮. মোবাইল বন্ধ করে
ব্যাটারি খুলে ফেলুন আর USB
cable দিয়ে পিসির সাথে
কানেক্ট করুন।।
৯. সবকিছু ঠিক মত করলে
অটো ফ্ল্যাশ শুরু হবে।। ১০. ঠিক মত
ফ্ল্যাশ হয়ে
গেলে সবুজ গোল সিগন্যাল
দেখাবে।
১১. এবার sp tool ভাল ভাবে
close করে usb ডিসকানেক্ট
করুন।
১২. ফোন on করুন। প্রথম
অবস্থায় মোবাইল চালু হতে
৫/৬ মিনিটের মত সময় নিবে।তারপর
আপনি আপনার
মোবাইল
টি আগের অবস্থায় ফিরে
পাবেন।
কোন সমস্যা হলে আমাকে
অবশ্যই Comment
জানাবেন।
সবাইকে ধন্যবাদ।